হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা সাকিবের, যা বললেন ডাকসু ভিপি

 হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা সাকিবের, যা বললেন ডাকসু ভিপি



ছাত্র-জনতার আন্দোলনের পর গত বছরের ৫ আগস্ট ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আলোচনায় এসেছেন জাতীয় ক্রিকেট দলের তারকা সাকিব আল হাসান।


রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হাসিনার সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে তিনি লেখেন, “শুভ জন্মদিন আপা।”


এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি সাদিক কায়েম। রোববারই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “আওয়ামী দোসর ও ক্রিকেটার সাকিব আল হাসান। ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের একমাত্র পরিচয় খুনি ও গণহত্যাকারী। জুলাইয়ের ঘাতকদের আর কোনো পরিচয় হতে পারে না।”


তিনি আরও উল্লেখ করেন, “ক্রিকেটার সাকিব এবং রাজনীতিবিদ সাকিব আলাদা—এই বয়ান প্রতিষ্ঠার চেষ্টা যারা করেছিলেন, তাদের উদ্দেশ্য জাতির কাছে স্পষ্ট। একইভাবে বিভিন্ন পেশার গণহত্যাকারীদের তথাকথিত বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী, রাজনীতিবিদ বা কূটনীতিক পরিচয়ে নরমালাইজ ও পুনর্বাসনের চেষ্টা করা হয়েছে।”

Countdown Timer

Comments

Popular posts from this blog

ব্রেকিং নিউজ : দেশবাসীর উদ্দ্যেশ্যে জরুরী ঘোষণা দিলেন সেনাপ্রধান!

প্রমাণ হলো প্রেম মানে না জাত কুল, মানে না বাধা বিপত্তি

সকলেই সাবধান : শেখ হাসিনাকে নিয়ে নতুন ঘোষণা দিলো সরকার