এবার ন;-;গ্ন হয়ে প;-;র্ন তারকাকে হার মানালেন বাংলাদেশি অভিনেত্রী আইরিন! ছবি সহ

 এবার ন;-;গ্ন হয়ে প;-;র্ন তারকাকে হার মানালেন বাংলাদেশি অভিনেত্রী আইরিন! ছবি সহ



বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা আইরিন। উর্ধাঙ্গ অনাবৃত করে একটি ছবি প্রকাশ করেছেন জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে। এই নিয়ে বাংলাদেশি চলচ্চিত্র ভক্তদের মধ্যে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে নেটিজেনদের একাংশ বলছে সম্পূর্ণ টপ’লেস নয়। তবে টপ’লেস ভঙ্গিমা বোঝানো হয়েছে ছবিতে। আইরিন সুলতানা চলচ্চিত্র অভিনেত্রী। 




২০০৮ সালের প্যান্টেন ইউ গট দ্য লুক প্রতিযোগিতায় তিনি সেরা হাসি পুরস্কার পাবার পর থেকে বিনোদন মাধ্যমে কর্মজীবন শুরু করেন। তিনি দেশে এবং বিদেশে বহু র‍্যাম্প মডেলিং অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। এখন আইরিনকে মানুষ জন আইরিনকে চেনে চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে। ভালোবাসা জিন্দাবাদ ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল সেই তুমি টাইম মেশিন পদ্মার প্রেম ছবিতে অভিনয় করেছেন।





চিত্রনায়িকা আইরিন ছবি সম্পর্কে আইরিনের সাথে কথা হয় তিনি বলেন আমার ইনস্টাগ্রামে আমি নিয়মিত ছবি পোস্ট করি। বিভিন্ন সময়ের ফটোশুটের ছবি আপলোড করি। তবে আপনি যে ছবির কথা বলছেন সে ছবি বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না। চলচ্চিত্রে অভিনয়ের আগে আইরিন টিভি নাটকে অভিনয় করেছেন। আশুতোষ সুজন পরিচালিত ম্যানপাওয়ার তার অভিনীত প্রথম প্রচারিত নাটক। 


এছাড়া অভিনয় করেছেন আফসানা মিমি পরিচালিত ধারাবাহিক নাটক পৌষ ফাগুনের পালা তানভীর হোসেন প্রবাল পরিচালিত তবুও সংশয় আশুতোষ সুজন পরিচালিত জলছবি ইত্যাদি। এছাড়া বিভিন্ন টিভি বিজ্ঞাপনেরও মডেল হয়েছেন আইরিন। রবি র তোমাকে দিয়ে কিছু হবে না প্রাণ ডাল জেনোসিস রিয়েল এস্টেট আখতার ফার্নিচার এর মধ্যে অন্যতম।

Countdown Timer

Comments

Popular posts from this blog

ব্রেকিং নিউজ : দেশবাসীর উদ্দ্যেশ্যে জরুরী ঘোষণা দিলেন সেনাপ্রধান!

প্রমাণ হলো প্রেম মানে না জাত কুল, মানে না বাধা বিপত্তি

সকলেই সাবধান : শেখ হাসিনাকে নিয়ে নতুন ঘোষণা দিলো সরকার