জাকসু নির্বাচনে যে কারণে শিবির প্যানেলকে ভোট দিলেন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা

 জাকসু নির্বাচনে যে কারণে শিবির প্যানেলকে ভোট দিলেন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা



জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের বড় অংশ শিবির প্যানেলের পক্ষে ভোট দিয়েছেন। তাদের ভাষ্যে, শান্তিপূর্ণ ও ঝামেলামুক্ত ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যাশায় তারা এই প্যানেলকে বেছে নিয়েছেন।


এক দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী বলেন, ‘শিবির প্যানেল আমার ভালো লাগে কারণ ওরা স্বচ্ছ। আমি শান্ত একটি ক্যাম্পাস চাই, যেখানে কোনও ঝামেলা বা ঝটিলতা থাকবে না। আমাদের মধ্যে অনেক কুটিলতা আছে, কিন্তু শিবির এলে তা থাকবে না বলে আমি বিশ্বাস করি।’


তিনি আরও বলেন, ‘শিবিরের প্রার্থীদের কাছে প্রত্যাশা, ক্যাম্পাস যেন সুন্দর থাকে। যেহেতু আমরা দৃষ্টিপ্রতিবন্ধী, তাই যানবাহনের ক্ষেত্রে অটোরিকশা সুবিধা থাকলে ভালো হয়। পাশাপাশি ফুটপাত থাকলে আমরা হেঁটে যাতায়াত করতে পারি।’


আরেক দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী বলেন, ‘আমিও শিবির প্যানেলকে ভোট দিয়েছি। তাদের কাছে প্রত্যাশা, তারা যেন আমাদের জন্য ক্যাম্পাসটাকে সুন্দর করে গড়ে তোলে। যেহেতু আমাদের যাতায়াতে সমস্যা হয়, আর আমাদের ক্যাম্পাসে অটোরিকশা চলে না তাই অটোরিকশা ব্যবস্থা থাকলে চলাফেরা সহজ হবে।

Countdown Timer

Comments

Popular posts from this blog

ব্রেকিং নিউজ : দেশবাসীর উদ্দ্যেশ্যে জরুরী ঘোষণা দিলেন সেনাপ্রধান!

প্রমাণ হলো প্রেম মানে না জাত কুল, মানে না বাধা বিপত্তি

সকলেই সাবধান : শেখ হাসিনাকে নিয়ে নতুন ঘোষণা দিলো সরকার