সেই গ্রামটিতে মাত্র একজন ছাড়া আর কেউই বেঁচে নেই

 সেই গ্রামটিতে মাত্র একজন ছাড়া আর কেউই বেঁচে নেই



সেই গ্রামটিতে মাত্র একজন ছাড়া আর কেউই বেঁচে নেই

সুদানের দক্ষিণাঞ্চলের দারফুরের মাররা পাহাড়ি অঞ্চলে ভয়াবহ ভূমিধসে সম্পূর্ণ একটি গ্রাম মাটির নিচে চাপা পড়ে গেছে। এতে এক হাজারের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। টানা ভারী বর্ষণের পর গত রবিবার এ মর্মান্তিক ঘটনা ঘটে।


সোমবার (১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সুদান লিবারেশন মুভমেন্ট (এসএলএম) এ তথ্য নিশ্চিত করেছে। সংগঠনটি জানায়, দুর্ঘটনায় গ্রামের প্রায় সব বাসিন্দা প্রাণ হারিয়েছেন। মাত্র একজন ছাড়া আর কেউ বেঁচে নেই।


আরও পড়ুনঃ ইসরায়েলের হামলা বন্ধে লেবাননকে যে শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র

ভূমিধসের ঘটনা ঘটেছে দারফুর অঞ্চলের দুর্গম মাররা পর্বতে, যা বর্তমানে এসএলএম-এর নিয়ন্ত্রণে রয়েছে। তারা জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে মরদেহ উদ্ধার ও মানবিক সহায়তা পাঠানোর জন্য জরুরি সহযোগিতা চেয়েছে।


প্রতিবেদনে বলা হয়, গত দুই বছর ধরে সেনাবাহিনী ও প্যারামিলিটারি বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে সংঘাতের কারণে দারফুরসহ বিভিন্ন এলাকায় গৃহযুদ্ধ চলছে। লাখো মানুষ বাস্তুচ্যুত হয়ে নিরাপত্তার আশায় আশ্রয় নিয়েছিলেন মাররার প্রত্যন্ত গ্রামে। কিন্তু শেষ পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগেই প্রাণ গেল তাদের।


আরও পড়ুনঃ গৃহকর্মীকে ধর্ষণ, সাবেক প্রধানমন্ত্রীর নাতিকে যাবজ্জীবন কারাদণ্ড

উল্লেখ্য, দুর্গম অঞ্চলে খাদ্য ও ওষুধ সরবরাহ সবসময়ই জটিল ছিল। সাম্প্রতিক এই বিপর্যয়ের পর পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে।

Countdown Timer

Comments

Popular posts from this blog

ব্রেকিং নিউজ : দেশবাসীর উদ্দ্যেশ্যে জরুরী ঘোষণা দিলেন সেনাপ্রধান!

প্রমাণ হলো প্রেম মানে না জাত কুল, মানে না বাধা বিপত্তি

সকলেই সাবধান : শেখ হাসিনাকে নিয়ে নতুন ঘোষণা দিলো সরকার