সেই মিথ্যা খবরের তীব্র প্রতিবাদ জানিয়েছে জামায়াত

 সেই মিথ্যা খবরের তীব্র প্রতিবাদ জানিয়েছে জামায়াত



৪৫ নেতাকর্মীর বিএনপিতে যোগদানের খবরের প্রতিবাদ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখার পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।


বিবৃতিতে ভোলা জেলা শাখার আমির ও সেক্রেটারি যথাক্রমে মুহাম্মদ জাকির হুসাইন ও মো. হারুনুর রশীদ বলেন, ৩০ সেপ্টেম্বর কয়েকটি গণমাধ্যমে দেখতে পেলাম জামায়াতের ৪৫ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছে। খবরটি সম্পূর্ণই মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমরা ওই খবরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।



জামায়াত নেতারা বলেন, প্রকৃত ঘটনা আজ থেকে এক বছরেরও বেশি সময় আগে ২০২৪ সালের ০৫ জুলাই মো. ওমর ফারুককে অর্থ কেলেংকারী, সংগঠনের ফান্ডে উদ্বৃত্ত অর্থ জমা না দেওয়া ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত মো. ওমর ফারুকসহ কারও সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো ধরনের সম্পর্ক নেই। যারা এ ধরনের ভুল তথ্য প্রচার করেছেন, তারা হলুদ সাংবাদিকতার কাজ করেছেন।


তারা আরও বলেন, সংশ্লিষ্ট এলাকার নেতাদের সঙ্গে যোগাযোগ করে সঠিক সংবাদ প্রচার করা উচিত ছিল। ভবিষ্যতে এ ধরনের ভুল তথ্য প্রচার না করার অনুরোধ করছি।

Countdown Timer

Comments

Popular posts from this blog

ব্রেকিং নিউজ : দেশবাসীর উদ্দ্যেশ্যে জরুরী ঘোষণা দিলেন সেনাপ্রধান!

প্রমাণ হলো প্রেম মানে না জাত কুল, মানে না বাধা বিপত্তি

সকলেই সাবধান : শেখ হাসিনাকে নিয়ে নতুন ঘোষণা দিলো সরকার