আগামীকাল শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়!

 আগামীকাল শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়!


শনিবার (27 সেপ্টেম্বর) সিলেট নগরের কয়েকটি এলাকায় পাঁচ ঘণ্টার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিকল্প সোর্স লাইন নির্মাণকাজের কারণে সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। তথ্যটি নিশ্চিত করেছেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই আরেফিন।


বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কাজ চলবে ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের বিকল্প সোর্স লাইনে। এতে নবাব রোড ফিডারের আওতাধীন নবাব রোড, সৌরভ আবাসিক এলাকা, মনিপুরী বস্তি, সাগরদিঘীর পার, বর্ণমালা পয়েন্ট, ডিজিএফআই অফিস, মীরের ময়দান, কেওয়া পাড়া, প্রেস ক্লাব, সুরমা আবাসিক এলাকা, মৎস্য অফিস, অর্নব ও পায়রা আবাসিক এলাকা (আংশিক) এবং তদসংলগ্ন অন্যান্য এলাকাগুলোতে বিদ্যুৎ থাকবে না।


সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে। তবে কাজ শেষ হওয়ার পর নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ চালু হতে পারে।

Countdown Timer

Comments

Popular posts from this blog

ব্রেকিং নিউজ : দেশবাসীর উদ্দ্যেশ্যে জরুরী ঘোষণা দিলেন সেনাপ্রধান!

প্রমাণ হলো প্রেম মানে না জাত কুল, মানে না বাধা বিপত্তি

সকলেই সাবধান : শেখ হাসিনাকে নিয়ে নতুন ঘোষণা দিলো সরকার