জানুয়ারি থেকে জুলাইয়ে ধর্ষণের শিকার কতজন শিশু জানা গেল
জানুয়ারি থেকে জুলাইয়ে ধর্ষণের শিকার কতজন শিশু জানা গেল
শিশুদের জন্য ভয়ের নাম হয়ে উঠছে নিরাপদ জায়গাগুলোরও অনেকখানি। পরিবার, স্কুল, এমনকি অনলাইনে কনটেন্ট তৈরির ক্ষেত্রেও তারা নির্যাতনের শিকার হচ্ছে। ২০২৪ সালের জানুয়ারি থেকে জুলাই—এই সাত মাসেই ধর্ষণের শিকার হয়েছে ৩০৬ শিশু। আগের বছরের একই সময়ের তুলনায় এই সংখ্যা বেড়েছে প্রায় ৭৫ শতাংশ।
এই উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে উন্নয়ন সংস্থা লিডো। গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবে ‘ইয়াং জার্নালিস্ট চেঞ্জমেকার গ্রুপ ফর ক্রিয়েটিং পজিটিভ আউটলুক টাওয়ার্ডস ওপ্রেসড চিলড্রেন’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে সংস্থাটি এসব তথ্য প্রকাশ করে।
আরও পড়ুনঃ ৫ আগস্ট হাসিনার কয়েক হাজার কল রেকর্ড মুছে ফেলে এনটিএমসি
লিডোর শিশু-কিশোর সাংবাদিক দলের সদস্যরা বলেন, শিশু নির্যাতন এখন ভয়াবহ সামাজিক সংকটে পরিণত হয়েছে। নির্যাতনের মাত্রা কমাতে অবিলম্বে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
অভিনন্দন, আপনি জিতেছেন!
Glory Casino
Everyone Was Staring At Their Sizzling Performance
Herbeauty
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ইউনিসেফসহ বিভিন্ন গবেষণায় দেখা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার এমনকি সুরক্ষিত পরিবেশ বলেও বিবেচিত জায়গাগুলোতেও শিশুরা নির্যাতনের শিকার হচ্ছে। সোশ্যাল মিডিয়ার জন্য কনটেন্ট তৈরি করাতেও অনেক সময় শিশুদের হেনস্তা করা হচ্ছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ফরহাদ হোসেন বলেন, ‘আজকের অনুষ্ঠানে শিশুরাই মুখ্য। আমরা বড়রা চেষ্টা করব তাদের পথটা সহজ করতে।
আরও পড়ুনঃ অবশেষে খোঁজ মিলেছে ডিবি হারুনের!
চাই, আমাদের তোলা তথ্যগুলো যেন রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে। যেন রাষ্ট্র মনে করে, এই শিশুদের জন্য কিছু করা জরুরি। তারা যাতে তাদের মেধা দিয়ে দেশকে এগিয়ে নিতে পারে। আজকের শিশুরা নানা নির্যাতন ও সংগ্রামের মধ্য দিয়ে এই পর্যায়ে এসেছে,
আমাদের সহযোগিতায় তারা আরো এগিয়ে যাবে।’
সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে ‘ইয়াং জার্নালিস্ট চেঞ্জমেকার গ্রুপ’-এর সদস্য মাহফুজা সুলতানা মুন্নি বলেন, ‘আমি বড় হয়ে ডাক্তার হতে চাই।
আর তা না হলে সাংবাদিক হব। সাংবাদিক হয়ে আমি আমার মতো শিশুদের কণ্ঠস্বর তুলে ধরব।
পথশিশুরা অনেক সময় মার খায়, আঘাত পায়—সেই অন্যায়ের বিরুদ্ধে কাজ করব। আর যদি ডাক্তার হতে পারি, তাহলে যেসব শিশুর কেউ নেই, আমি তাদের সেবা করতে চাই।’
জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লিডোর কার্যনির্বাহী সদস্য তুষার আহমেদ ইমরান, সিনিয়র সদস্য আজিজুর রহমান এবং ‘ইয়াং জার্নালিস্ট চেঞ্জমেকার গ্রুপ’-এর সদস্যরা।
Comments
Post a Comment