এনসিপি থেকে অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তার পদত্যাগ, জানা গেল কারণ

 এনসিপি থেকে অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তার পদত্যাগ, জানা গেল কারণ


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি থেকে পদত্যাগ করেছেন সাবেক দুই সেনা কর্মকর্তা। তারা হলেন মেজর (অব.) আবদুল্লাহ আল মাহমুদ, যিনি যুগ্ম মুখ্য সংগঠক পদে ছিলেন, এবং মেজর (অব.) মো. সালাউদ্দিন, যিনি কেন্দ্রীয় সদস্য ছিলেন।


বুধবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের বিষয়টি জানান তারা। এর আগে তারা দুজনই এনসিপির আহবায়ক বরাবর তাদের পদত্যাগ পত্র জমা দেন।


সংবাদ সম্মেলনে মেজর অবসরপ্রাপ্ত আবদুল্লাহ আল মাহমুদ বলেন, ‘গাজীপুর-৩ আসন নিয়ে দীর্ঘদিন কাজ করেছি। এ কারণে এনসিপি দলে আমার নাম আসে। তবে জাতীয় নির্বাচনে আমি এনসিপির ব্যানারে অংশ নেব না বলে সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচন নিয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত জানাব।’


পদত্যাগের কারণ জানাতে গিয়ে তিনি বলেন, ‘সেনাবাহিনী নিয়ে প্রতিনিয়ত অবমাননাকর বক্তব্য দেওয়া হচ্ছে। যা সিনিয়র নেতাদের কাছ থেকেও প্রত্যাশিত নয়। সব বাহিনীর প্রতি তাদের বিদ্বেষমূলক আচরণ আমাদের মর্মাহত করেছে। এ কারণেই আমরা সম্মানসূচকভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’

Countdown Timer

Comments

Popular posts from this blog

ব্রেকিং নিউজ : দেশবাসীর উদ্দ্যেশ্যে জরুরী ঘোষণা দিলেন সেনাপ্রধান!

প্রমাণ হলো প্রেম মানে না জাত কুল, মানে না বাধা বিপত্তি

সকলেই সাবধান : শেখ হাসিনাকে নিয়ে নতুন ঘোষণা দিলো সরকার