টিকটক করতে স্বামীর নিষেধ, এরপর যা ঘটল
টিকটক করতে স্বামীর নিষেধ, এরপর যা ঘটল
বাগেরহাটের মোল্লাহাটে টিকটক করা নিয়ে স্বামী-স্ত্রীর দ্বন্দ্বের জেরে বৃষ্টি (২২) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার গাড়ফা গ্রামের একটি ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে তার আত্মহত্যার খবর পাওয়া যায়। তবে নিহতের পরিবার দাবি করছে, এটি আত্মহত্যা নয় বরং নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে।
বিজ্ঞাপন
নিহত বৃষ্টি গোপালগঞ্জ সদর উপজেলার মধুপুর গ্রামের জাকির শেখের মেয়ে। স্বামী সাজ্জাদুল ইসলাম শেখ (২৭) একই উপজেলার চরগোবরা গ্রামের মজিবর শেখের ছেলে। সাড়ে তিন মাস বয়সের একটি কন্যাসন্তান রয়েছে এই দম্পতির।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে প্রেমের সম্পর্ক থেকে বৃষ্টি ও সাজ্জাদুলের বিয়ে হয়। কিন্তু সাজ্জাদুলের পরিবার এ সম্পর্ক মেনে না নেওয়ায় তারা মোল্লাহাটে ভাড়া বাসায় বসবাস করতে শুরু করেন।
বিজ্ঞাপন
Pause
Unmute
Loaded: 57.58%
Remaining Time -5:53
কিছুদিন আগে পাঁচ হাজার টাকায় একটি মোবাইল কিনে টিকটক ব্যবহার শুরু করেন বৃষ্টি। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। ঘটনার দিন বিকেলে স্বামী মোবাইল বিক্রি করার জন্য বাজারে যান। প্রত্যাশিত দাম না পেয়ে ফেরত আসেন। এরপর স্ত্রীকে ডাকাডাকি করলেও আর কোনো সাড়া পাননি। পরে দরজার ফাঁক দিয়ে দেখেন, গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছেন বৃষ্টি।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে ময়নাতদন্তের জন্য বাগেরহাটের সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় মোল্লাহাট থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়।
Comments
Post a Comment