উনিই আমার পায়ে ৪ আগস্ট গুলি করেছে, উনাকে আমি ছাড়ব না’

 উনিই আমার পায়ে ৪ আগস্ট গুলি করেছে, উনাকে আমি ছাড়ব না’


উনিই আমার পায়ে ৪ আগস্ট গুলি করেছে, উনাকে আমি ছাড়ব না’

By

Rakib

August 30, 2025



অ্যাশ রঙের গেঞ্জি পরা একজনকে জাপটে ধরে আহত জুলাইযোদ্ধা ইয়াসিন বলেন, ‘উনিই আমার পায়ে ৪ আগস্ট গুলি করেছে। উনাকে আমি ছাড়ব না।’



পাশে থাকা পুলিশকে উদ্দেশ করে তিনি আরো বলেন, ‘আপনারা উনাকে গ্রেপ্তার করেন।’



রাজধানীর কাকরাইল জাতীয় পার্টির অফিসের সামনে আজ শনিবার (৩০ আগস্ট) এ ঘটনা ঘটে।



এরপর সাংবাদিকদের কাছে ইয়াসিন নিজের পরিচয় দিয়ে বলেন, ‘আমি ৪ আগস্ট বাংলামোটরে গুলি খেয়েছি। এই লোকই আমাকে গুলি করেছে। আমি উনাকে চিনতে পেরেছি।’



আরও পড়ুনঃ নুরের ওপর হামলার ঘটনায় যে বার্তা তারেক রহমানের

এ সময় তিনি তার পায়ের গুলির দাগ সবাইকে দেখান।



উপস্থিত লোকজন তাকে সরতে বললেও ইয়াসিন দৃঢ়ভাবে বলেন, ‘আমি নুরের লোক নই, আমি বিএনপির কর্মী। এখানে এসে আমি তাকে চিনতে পেরেছি।’



ইয়াসিন আরও বলেন, ‘আমার বাড়ি সুনামগঞ্জ। আমি সুস্থ মানুষ।



তাকে আমি স্পষ্ট চিনতে পেরেছি। উনি লম্বা মানুষ। কোমর থেকে বন্দুক বের করে আমাকে গুলি করেছিলেন।’


Countdown Timer

Comments

Popular posts from this blog

ব্রেকিং নিউজ : দেশবাসীর উদ্দ্যেশ্যে জরুরী ঘোষণা দিলেন সেনাপ্রধান!

প্রমাণ হলো প্রেম মানে না জাত কুল, মানে না বাধা বিপত্তি

সকলেই সাবধান : শেখ হাসিনাকে নিয়ে নতুন ঘোষণা দিলো সরকার