বিএনপি ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী কে হবেন? প্রশ্নে যা জানালেন ফখরুল

 বিএনপি ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী কে হবেন? প্রশ্নে যা জানালেন ফখরুল




আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের রায়ে বিএনপি সরকার গঠন করলে তারেক রহমানই প্রধানমন্ত্রী হবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।



সম্প্রতি যুগান্তরের সঙ্গে সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।




মির্জা ফখরুল বলেছেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়ী হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই হবেন দেশের প্রধানমন্ত্রী। আশা করি, তিনি শিগগিরই দেশে ফিরবেন।’




এদিকে নির্বাচনে জোট গঠনের বিষয়ে দলটির ভাবনা জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, ‘নির্বাচনের তফশিল ঘোষণার পর জোটের বিষয়ে সিদ্ধান্ত হবে। বিএনপির সমমনা হিসাবে অনেক ইসলামি দল তো আছে। তাদেরও জোটে থাকার সম্ভাবনা রয়েছে।




আরও পড়ুনঃ এনসিপি নেতা টকশোতে বসেই জানলেন তিনি বহিষ্কার


তবে জামায়াতের সঙ্গে নির্বাচনে জোট করার সম্ভাবনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।




এদিকে জুলাই সনদের প্রশ্নে মির্জা ফখরুল জানান, ‘সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপির অবস্থান আমরা পরিষ্কার করেছি। প্রতিটি সংস্কারের বিষয়ে আমরা বলে দিয়েছি যে কীভাবে সেটা করা যাবে। সংবিধান বাদ দিয়ে নয়, সংবিধান সংশোধন করা যায়-এ বিষয়গুলো নিয়ে আসা হয়েছে। যেগুলো এখনই অধ্যাদেশে করা যাবে, সেটা করা। আর যেগুলো যাবে না, সেগুলো নির্বাচিত পার্লামেন্ট করবে।’




নির্বাচনকে কেন্দ্র করে পতিত আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করতে পারে বলে আশঙ্কা করছেন মির্জা ফখরুল। তবে অদূর ভবিষ্যতে আওয়ামী লীগের মূলধারার রাজনীতিতে ফেরার সম্ভাবনা দেখছেন না তিনি, ‘আমি আপাতত ৫০ বছরেও তাদের ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা দেখি না। আর রাজনীতিতে আসার ব্যাপারটা তো দেশের জনগণের ওপর নির্ভর কর

Countdown Timer

Comments

Popular posts from this blog

ব্রেকিং নিউজ : দেশবাসীর উদ্দ্যেশ্যে জরুরী ঘোষণা দিলেন সেনাপ্রধান!

প্রমাণ হলো প্রেম মানে না জাত কুল, মানে না বাধা বিপত্তি

সকলেই সাবধান : শেখ হাসিনাকে নিয়ে নতুন ঘোষণা দিলো সরকার