পুরুষ সঙ্গীর কাছে কী চান ভারতীয় মহিলারা?

 পুরুষ সঙ্গীর কাছে কী চান ভারতীয় মহিলারা?


মানুষের চাহিদার কোনও শেষ নেই৷ বিশেষ করে মহিলাদের৷ নিজের সঙ্গীর কাছেই সবচেয়ে বেশি চাহিদা থাকে ভারতীয় কন্যাদের৷ এমনটাই অভিমত ৯১ বছর বয়সী সেক্সপার্ট মোহিন্দর ওয়াৎসার৷ দীর্ঘদিন মুম্বইয়ের এক সংবাদপত্রে নারী-পুরুষের যৌন সমস্যার সমাধান করে এসেছেন মোহিন্দর৷ সেই সব অভিজ্ঞতা থেকেই এই সিদ্ধান্তে পৌঁছেছেন তিনি৷




১) পছন্দের পুরুষটির কাছ থেকে পর্যাপ্ত সময় চাই মহিলাদের৷ একসঙ্গে নিরিবিলিতে কিছুটা সময় কাটাতে বেশ পছন্দ করেন তাঁরা৷




২) পুরুষদের মধ্যে দায়বদ্ধতা ভীষণ পছন্দ মহিলাদের৷ তা সে জীবনের ক্ষেত্রে হোক অথবা শারীরিক সম্পর্কের ক্ষেত্রে৷






৩) বাড়ির কাজ করতে সক্ষম পুরুষদের প্রতি আলাদা আকর্ষণ থাকে ভারতীয় মহিলাদের৷ সঞ্জীব কাপুরের মতো শেফ না হলেও সকালে বিছানায় প্রথম চা-টি এনে দিলেই খুশি তাঁরা৷




৪) ষষ্ঠ ইন্দ্রিয়র কল্যাণে পুরুষের ছোঁয়ার মানে বেশ ভালই বুঝতে পারেন মেয়েরা৷ তাই নারীর মন জয়ের অন্যতম মাধ্যম পুরুষের ভালবাসার পরশ৷




৫) যৌনতা নিয়ে খোলামেলা আলোচনাই পছন্দ করেন আজকের ভারতীয় মেয়েরা৷ এতে তাঁরা সম্মানিত বোধ করেন৷




৬) প্রত্যেক নারীর মন ও শরীরের আগল খুলতে পর্যাপ্ত সময়ের প্রয়োজন হয়৷ এই সময়ের পরিমান প্রত্যেকের ক্ষেত্রে আলাদা৷ সেটা অবশ্যই পুরুষ সঙ্গীকে বুঝে নিতে হবে৷




৭) স্বাস্থ্য সচেতন পুরুষই পছন্দ ভারতীয় মেয়েদের৷ তাই আজকাল বেশিরভাগ প্রেমিক-প্রেমিকারাই এইচআইভি টেস্টকে প্রাধান্য দেন৷




৮) নারীবাদীরা যতই মহিলাদের স্বাধীনতা নিয়ে গলা ফাটাক এখনও দেশের অধিকাংশ মেয়ে নিজের সঙ্গীকে প্রতিষ্ঠিত দেখতেই পছন্দ করেন৷

Countdown Timer

Comments

Popular posts from this blog

ব্রেকিং নিউজ : দেশবাসীর উদ্দ্যেশ্যে জরুরী ঘোষণা দিলেন সেনাপ্রধান!

প্রমাণ হলো প্রেম মানে না জাত কুল, মানে না বাধা বিপত্তি

সকলেই সাবধান : শেখ হাসিনাকে নিয়ে নতুন ঘোষণা দিলো সরকার