দুরন্ত কায়দায় কমান বিদ্যুতের বিল! সহজ এই কাজেই বাঁচান হাজার হাজার টাকা!

 দুরন্ত কায়দায় কমান বিদ্যুতের বিল! সহজ এই কাজেই বাঁচান হাজার হাজার টাকা!


বিদ্যুতের বিল নিয়ে কম-বেশি সবারই উদ্বেগের শেষ নেই। ইদানিং এই সমস্যা যেন মাত্রাতিরিক্তভাবে বেড়ে গিয়েছে। মাসে মাসে বিদ্যুতের বিলের খরচ জোগাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে আম আদমিকে। তবে এবার কয়েকটি সহজ উপায় অবলম্বন করলে আপনি সহজেই বাড়ির বিদ্যুতের বিল বেশ খানিকটা কমিয়ে ফেলতে পারবেন। তবে এক্ষেত্রে অবশ্য আপনাকে কয়েকটি পদ্ধতি অনুসরণ করতে হবে। সেগুলো কী কী? ঝটপট জেনে নিন।




ব্যবহারের পর ইলেকট্রনিক গেজেটসের প্লাগ খুলে দিন




যখন কোনও ইলেকট্রিক সামগ্রী আপনি ব্যবহার করছেন না তখন সেগুলোর প্লাগ খুলে রাখাই উচিত। অনেক ক্ষেত্রেই দেখা যায়, ইলেকট্রনিক গেজেট স্ট্যান্ড বাই মোডে থাকা সত্ত্বেও কিংবা বন্ধ করে দিলেও প্লাগ লাগানো থাকলে কিন্তু বিদ্যুতের খরচ হতে থাকে। তাই এই বিষয়টির দিকে আপনাকে আগে খেয়াল রাখতে হবে।




নিয়মিত পরীক্ষা করান বাড়ির মিটার




নির্দিষ্ট সময় অন্তর বাড়ির মিটারটি পরীক্ষা করুন। এক্ষেত্রে যদি আপনি দেখেন যে স্বাভাবিকের তুলনায় বেশি বিদ্যুৎ খরচের ইউনিট দেখা যাচ্ছে তাহলেই সতর্ক হোন।




বৈদ্যুতিক সামগ্রীগুলির নিয়মিত রক্ষণাবেক্ষণ করুন




অনেক ক্ষেত্রেই আপনার রেফ্রিজারেটর, টিভি কিংবা ওয়াশিং মেশিনের মতো বৈদ্যুতিক সরঞ্জামগুলির নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয় না। ফলে এগুলোর কোনও যান্ত্রিক ত্রুটি হলে সেক্ষেত্রে আপনার বিদ্যুতের বিল বেড়ে যেতে পারে। সুতরাং বাড়িতে কোনও পুরনো বৈদ্যুতিন সামগ্রী থাকলে সেগুলোকে ভালোভাবে সার্ভিসিং করান।




বিদ্যুৎ সাশ্রয়ী ইলেকট্রনিক পণ্য ব্যবহার করুন




বিদ্যুতের বিল কমানোর সবচেয়ে উপযুক্ত পদক্ষেপ হল বিদ্যুৎ সাশ্রয়ী ইলেকট্রনিক গ্যাজেটসের ব্যবহার। আগে বাড়িতে লাগান এলইডি বাল্ব। এই বাল্বগুলো সাধারণ বাল্বের তুলনায় অনেক কম বিদ্যুৎ খরচ করে। আলোও হয় বেশি। বাড়ির রেফ্রিজারেটর কিংবা এয়ার কন্ডিশনার মেশিন ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার প্রযুক্তি সম্পন্ন সামগ্রীগুলির ব্যবহার করুন।






AC-র তাপমাত্রা স্বাভাবিক রাখুন




ইদানিং অসহনীয় গরমের জেরে AC-র চাহিদা বিপুলভাবে বেড়ে গিয়েছে। ঠিকঠাক উপায় না জেনে এসি চালালে হু হু করে বাড়বে বিদ্যুতের বিল। তাই নিয়মিত এসি পরিষ্কার করুন এবং সার্ভিসিং করান। দীর্ঘদিন ধরে এসি সার্ভিসিং না করালে বিদ্যুতের বিল বেড়ে যেতে পারে।






সৌর বিদ্যুৎ ব্যবহারে জোর দিন




সৌর বিদ্যুৎ ব্যবস্থা বাড়িতে আনুন। প্রাথমিকভাবে একটু খরচ বেশি হবে। তবে দীর্ঘমেয়াদি ক্ষেত্রে এই ব্যবস্থা একেবারে উপযুক্ত। এতে করে আপনার বাড়ির বিদ্যুতের বিল অনেক অংশে কমবে। বাড়িতে পাখা, রেফ্রিজারেটর, এসি সবই চালাতে পারবেন এই সৌর বিদ্যুৎ ব্যবহার করেই। বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে এখনই বাড়ির ছাদে কিংবা অন্যত্র এই সৌর বিদ্যুতের প্যানেল বসানোর ব্যাপারে ভাবনা চিন্তা করতে পারেন।

Countdown Timer

Comments

Popular posts from this blog

ব্রেকিং নিউজ : দেশবাসীর উদ্দ্যেশ্যে জরুরী ঘোষণা দিলেন সেনাপ্রধান!

প্রমাণ হলো প্রেম মানে না জাত কুল, মানে না বাধা বিপত্তি

সকলেই সাবধান : শেখ হাসিনাকে নিয়ে নতুন ঘোষণা দিলো সরকার