চুয়াডাঙ্গায় মায়ের মরদেহ দেখে মারা গেলেন ছেলেও

 চুয়াডাঙ্গায় মায়ের মরদেহ দেখে মারা গেলেন ছেলেও


চুয়াডাঙ্গা পৌর শহরে হাসপাতালে মায়ের মরদেহ দেখে শোকার্ত ছেলেও মারা গেছেন। চিকিৎসক বলছেন, তাঁদের ধারণা, মায়ের লাশ দেখে ছেলে স্ট্রোক করেছেন। একসঙ্গে মা-ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


মৃত মা-ছেলে হলেন পৌর শহরের বাগানপাড়ার আলাউদ্দীনের স্ত্রী চায়না বেগম (৬৩) ও সাইফুল ইসলাম (৪৫)।  


জানা গেছে, আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের বাগানপাড়ায় নিজ এলাকায় হাঁটছিলেন চায়না বেগম। হঠাৎ পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। এ সময় স্থানীয় বাসিন্দারা তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাসপাতালের মহিলা সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মায়ের মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে যান ছেলে সাইফুল। হাসপাতালে মায়ের লাশ দেখে তিনি হঠাৎ সিঁড়িতে পড়ে যান। তাৎক্ষণিকভাবে তাঁকে জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Countdown Timer

Comments

Popular posts from this blog

ব্রেকিং নিউজ : দেশবাসীর উদ্দ্যেশ্যে জরুরী ঘোষণা দিলেন সেনাপ্রধান!

প্রমাণ হলো প্রেম মানে না জাত কুল, মানে না বাধা বিপত্তি

সকলেই সাবধান : শেখ হাসিনাকে নিয়ে নতুন ঘোষণা দিলো সরকার