বিনোদন পার্কে হামলা-আগুন ‘তৌহিদী জনতা’র

 বিনোদন পার্কে হামলা-আগুন ‘তৌহিদী জনতা’র


দিনাজপুরের বিরল উপজেলায় ‘তৌহিদী জনতা’র ব্যানারে একটি বিনোদন পার্কে হামলা, আগুন ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় ভাঙচুর করা হয় পাঁচটি মোটরসাইকেল। গতকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার কাঞ্চন মোড়ে জীবনমহল নামে পার্কে এ ঘটনা ঘটে।



তৌহিদী জনতার পক্ষে হাফিজুর রহমান দাবি করেন, দীর্ঘদিন ধরে জীবনমহলে অসামাজিক কাজ এবং দরবার শরিফের নামে ইসলামবিরোধী কার্যকলাপ চলছে। তাই তারা এর প্রতিবাদ করতে গেছেন।




এ ব্যাপারে দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হোসেন জানান, কয়েক দিন আগে সেখানে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে প্রশাসন অভিযান চালায়। মামলা করা হয়, জরিমানাও হয়েছে।




প্রসঙ্গত, গত সপ্তাহে বিরল মডেল মসজিদে তৌহিদী জনতার ব্যানারে সভা করে পার্কের সামনে গতকাল মানববন্ধন কর্মসূচি দেওয়া হয়েছিল। পার্ক কর্তৃপক্ষ একই সময়ে পাল্টা প্রতিবাদ সমাবেশ ডাকে।

Comments

Popular posts from this blog

ব্রেকিং নিউজ : দেশবাসীর উদ্দ্যেশ্যে জরুরী ঘোষণা দিলেন সেনাপ্রধান!

প্রমাণ হলো প্রেম মানে না জাত কুল, মানে না বাধা বিপত্তি

সকলেই সাবধান : শেখ হাসিনাকে নিয়ে নতুন ঘোষণা দিলো সরকার